তাঁর একমাত্র অপরাধ তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী আর সেহেতু তিনি নৌকা প্রতীকেই ভোট দিয়েছেন⎯এই সন্দেহেই একজন মানুষ গড়ার কারিগর প্রবীণ শিক্ষক ভোটের পর থেকেই সীমাহীন নির্যাতনের শিকার হচ্ছেন। নির্বাচনোত্তর জিঘাংসার শিকার অবসরপ্রাপ্ত এই প্রাইমারী শিক্ষক দু’মুঠো ভাত খেয়ে নিরাপদে একটু মাথা গোঁজার ঠাঁই পাবার জন্য দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। হতভাগা প্রাইমারী শিক্ষক এখন প্রাণের ভয়ে অনবরত কাঁদছেন। নিরোদ বরণ বড়ুয়া (৬৫) কক্সবাজারের উখিয়া উপজেলায় রুমখা পালং বড়ুয়া পাড়ার বাসিন্দা। পেশায় প্রাইমারী শিক্ষক। এক দশক আগে সাবেক রুমখা সরকারী প্রাইমারী স্কুল থেকে অবসর নিয়েছেন। তিনি যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী সেহেতু নৌকা প্রতীকে ভোট দিয়েছেন⎯এ রকম সন্দেহ করেই তাঁকে ভোটের পর থেকে নির্যাতন আর হয়রানি করা হচ্ছে। তিনি ঘর থেকে বের হলেই তাঁকে হুমকি ও ধমকি দেয়া হয়। এক পর্যায়ে তাঁর গায়ে গরুর বিষ্ঠা মিশ্রিত পানি ছিটিয়ে দেয়া হয়। এই অবসরপ্রাপ্ত শিক্ষক সারা গায়ে গরুর বিষ্ঠা মিশ্রিত কাপড়-চোপড় উখিয়ার কোটবাজারে গিয়ে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাদের দেখিয়েছেন। এই দৃশ্য দেখে উপস্থিত লোকজনও তাদের চোখের পানি সংবরণ করতে পারেনি। জাতির বিবেক কেঊ কি এগিয়ে আসবেন এই নিরীহ এক নিরাপরাধ স্কুল শিক্ষকের নিরাপত্তা বিধানের জন ̈?
দৈনিক জনকন্ঠ, ৮ অক্টোবর ২০০১