পিরোজপুরের মঠবাড়িয়ায় ১২ বছরের এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৪ মে শুক্রবার রাতে ওই ইমামকে তার নিজ বাড়ি থেকে থানা পুলিশ আটক করেছে।
গ্রেপ্তারকৃত ইমাম মো. আলমগীর হোসেন (২৬) উপজেলার পাতাকাটা গ্রামের মো. মজিবর রহমান মৃধার ছেলে। সে উপজেলার আঙুলকাটা জামে মসজিদের ইমাম ও সেখানের হেফজখানার শিক্ষক।
মঠবাড়িয়া থানার এস আই নুর হোসেন জানান, গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মসজিদ সংলগ্ন পুকুরের ঘাটলার উপর বসে ওই হেফজখানার ১২ বছরের এক শিশু ছাত্রকে বলাৎকার করে ওই ইমাম। বিষয়টি ভুক্তভোগী ওই ছাত্র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনার ওই শিশু শিক্ষার্থীর নানা আমীর হোসেন মাস্টার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ অভিযোগে গত শুক্রবার রাতে উপজেলার পাতাকাটা বাড়ি থেকে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।