ছাগলনাইয়া উপজেলার শুভপুর আলিম মাদ্রাসার নজরুল ইসলাম (১২) নামের ৬ষ্ঠ শ্রেণির একজন ছাত্রকে বেত দিয়ে বেধড়ক পেটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নজরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আবদুল্লাহ আল কাফিকে আটক করেছে।
ছবিঃ ইত্তেফাক
অসুস্থ হয়ে ৪দিন মাদ্রাসায় না আসার জরিমানা বাবদ ৪০ টাকা দিতে না পারায় ওই মাদ্রাসার শিক্ষক আবদুল্লাহ আল কাফি ক্ষিপ্ত হয়ে ছাত্র নজরুলকে মারধর করে বলে জানা গেছে।
নজরুল ইসলামের মামা লিটন জানান, শ্রেণি কক্ষে দুষ্টামী করার অপরাধে গত ২০ এপ্রিল কাফি স্যার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের হাসান আলী চৌধুরী বাড়ির দিনমজুর বেলাল হোসেনের পুত্র শুভপুর আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নজরুল ইসলামকে বেদম মারধর করে। এতে নজরুল ইসলামের শরীরে জ্বর এসে অসুস্থ হয়ে যায়। অসুস্থতাজনিত কারণে নজরুল ২১-২৪ এপ্রিল ৪দিন মাদ্রাসায় যেতে পারেনি।
২৫ এপ্রিল বৃহস্পতিবার নজরুল ইসলাম মাদ্রাসায় যাওয়ার পর কাফি স্যার তার নিকট ৪০টাকা জরিমানা দাবি করেন। দরিদ্র ছাত্র নজরুল ইসলাম জরিমানার টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে কাফি স্যার ফের তাকে বেত দিয়ে বেধড়ক মারধর করে।
নজরুল ইসলামের মা সুরমা আক্তার বাদী হয়ে গতকাল রাতে ছাগলনাইয়া থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ ওই শিক্ষক আবদুল্লাহ আল কাফিকে গ্রেফতার করে। ছাত্র নির্যাতনের এই খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। ছাগলনাইয়া পৌর শ্রমিক লীগের সভাপতি আলা উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানিয়েছেন।