বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির দুই সক্রিয় জঙ্গিকে  আটক করেছে র‌্যাব। ১৮ মার্চ বুধবার সদর উপজেলার টাউন হল এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলো- সদর উপজেলার গৌরিচন্না এলাকার হাতেম আলী হাওলাদারের ছেলে আবু সালেহ এবং কদমতলা এলাকার আলী আকাব্বর মৃধার ছেলে মো. ইউসুফ মিরাজ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করে, তারা জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। উভয়ই শীর্ষ জেএমবি সদস্য মো. সুলতান নাসির উদ্দিন এবং নাসিরসহ বিভিন্ন শীর্ষ জেএমবি নেতার সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়। সেই সঙ্গে দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার সোয়েব আহমেদ খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘সংগঠনের সদস্য ও শক্তি বাড়ানোর লক্ষ্যে আটকরা ঢাকা, বরিশাল ও বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় জেএমবির দাওয়াতি কার্যক্রম চালাতো। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউ এন বি

মন্তব্য করুন