র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জেলার মণিরামপুর থেকে শাকিল হোসেন সাগর (১৯) নামে এক যুবককে আটক করেছে।
আটক জঙ্গি নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে দাবি করা হচ্ছে। র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. শাহিনুর ইসলাম শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।
সাগর মণিরামপুর উপজেলার আমিনপুর সরদারপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ২ আগস্ট গভীর রাতে মণিরামপুর উপজেলার আমিনপুর সরদারপাড়ায় অভিযান চালান। সেখান থেকে তারা শাকিল হোসেন সাগরকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিম, একটি মেমোরি কার্ড ও লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক শাকিল ‘আনসার-আল ইসলাম’র সদস্য আবু বক্কর সিদ্দিকের মাধ্যমে এ সংগঠনে যোগদান করে। পরে সে বিভিন্ন আইডি থেকে অনলাইনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা । এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, টাকা আদায় ও সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত দেওয়াসহ সে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আরও জানান, আটক শাকিল হোসেন সাগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার আল ইসলামের সদস্য বলে স্বীকার করেছে। তাকে মণিরামপুর থানায় সোর্পদ করা হয়েছে।