যশোরের শার্শা উপজেলায় নিখোঁজ হওয়ার পর শাহা পরাণ (১২) নামে এক মাদরাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ জুন) বিকেলে উপজেলার গোগা গাজিপাড়া গ্রাম থেকে মাদরাসা শিক্ষক হাফেজ হাফিজুর রহমানের ঘরের খাটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

মৃত শাহা পরান বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর গ্রামের শাহাজান আলীর পুত্র ও কাগজপুকুর হাফিজিয়া মাদরাসার ছাত্র।

শার্শা থানার অফিসার ইনচার্জ এম মসিউর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‌আমরা এখানে চেয়ারম্যানের ফোন পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসি। এখন পর্যন্ত যা জানতে পেরেছি, এই কিশোরের নাম শাহা পরান। বাড়ি বেনাপোলের কাগজপুকুর গ্রামে। তার পরিবারের অভিযোগ শাহা পরান হাফিজুরের সঙ্গে কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, এই ঘটনাটি কীভাবে ঘটছে তা নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে। সঠিক তদন্ত ছাড়া এখন কিছুই বলা যাবে না। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জাগো নিউজ

মন্তব্য করুন