যশোরের শার্শা উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক হিন্দু স্কুলছাত্রীকে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

এ নিয়ে বাগআঁচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তাদের প্রতিবেশী এক দম্পতিসহ এবং প্রতিবেশীর আত্মীয়রা ৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে অপহরণ করে বলছেন তারা।

শনিবার সন্ধ্যায় অপহৃত ছাত্রীর কাকা সুমন দাস বলেন, “সম্ভব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও মেয়েটির কোনো সন্ধান আমরা পাইনি। তাকে পাচার করা হতে পারে।”

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, “ভুক্তভোগী ছাত্রীর বাবা থানায় অভিযোগ করেছেন। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারে তৎপর রয়েছে।”

ওই স্কুলছাত্রীর দাদু সাধন দাস জানান, প্রায় ১৫ দিন আগে তাদের গ্রামে আসেন ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের আকবর হোসেন ও তার স্ত্রী রুমা খাতুন। তারা তাদের বোনজামাই ওজিহার রহমানের বাড়িতে আশ্রয় নেন।

“ওজিহার আমাদের বাড়ির পাশেই বসবাস করেন। সেই সুবাদে আমাদের বাড়িতে আকবর-রুমা দম্পতির যাতায়াত ছিল।”

বৃহস্পতিবার বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে আকবর-রুমা দম্পতি কৌশলে মেয়েটিকে অপহরণ করে পালিয়ে যান বলে অভিযোগ তাদের।

এ ঘটনার পর তাদের আত্মীয় ওজিহার রহমানও পরিবার নিয়ে উধাও হয়েছেন বলেন তিনি।

ঘটনার দিনের বিবরণ দিয়ে ওই মহল্লার ছবি দাসের স্ত্রী বিশাখা দাস জানান, ঘটনার দিন আনুমানিক সকাল ১০টার দিকে মেয়েটির বাড়ির বারান্দায় বসে রুমাকে তার সাথে কথা বলতে দেখেছেন।

“আকবার এ সময় রাস্তায় ঘোরাঘুরি করছিল। আমি সাংসারিক কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষ করে আধা ঘণ্টা পরে দেখি মেয়েটি নাই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন