রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৪ এর একটি দল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত থেকে ৩১ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মো. ওসমান ভূঁইয়া ওরফে ওসমান (৩২), তামিমুর রহমান ওরফে তামিম (২৬), রমজান আলী চৌধুরী ওরফে রিপন (৩৩) এবং সোলেমান মিয়া ওরফে বাবুল (৩২)। র্যাব বলেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল উদ্ধার করা হয়েছে। র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেছেন, জঙ্গিরা গোপন বৈঠকের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে কল্যাণপুরে ওভারব্রিজের নিচে মিলিত হয়েছিলেন। তাদের কেউ একজনকে রিসিভ করার কথা ছিল। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব বলছে, দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় বাধা সৃষ্টিকারীদের ওপর তারা আকস্মিক আক্রমণ করে টার্গেট কিলিং করে থাকেন। এই দলের সদস্যরা অ্যান্ড্রয়েট মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন প্রটেক্টিভ অ্যাপস ব্যবহার করে বিভিন্ন গোপন গ্রুপ তৈরি করে উগ্রবাদী সংবাদ, বই, উগ্রবাদী ব্লগ, উগ্রবাদে উৎসাহমূলক ভিডিও আপলোড ও শেয়ার করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন। জানা গেছে, ওসমান নরসিংদী এলাকায় সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। ২ বছর ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত। তিনি আনসার আল ইসলাম শীর্ষ নেতার সঙ্গে অনলাইন গ্রুপের মাধ্যমে পরিচিত হন এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। গ্রেফতার তামিম ওসমান ভূঁইয়ার মাধ্যমেই সংগঠনে যুক্ত হন। রিপন যুক্ত হন তামিমের মাধ্যমে। গ্রেফতার বাবুল সংগঠনে যুক্ত হন তামিমের মাধ্যমে।