রাজধানীর সদরঘাট এলাকায় নয় বছরের এক ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় নূর মোহাম্মদ (৪২) নামের এক ব্যক্তিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নূর মোহাম্মদ সদরঘাটের একজন কুলি। আর শিশুটির বাবা নেই। মায়ের কাছে থাকে। আইন অনুযায়ী শিশুটির মেডিকেল পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করানোর জন্য তাকে পাঠানো হবে। ১৩ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নূর মোহাম্মদকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন এসআই জাবেদ মোল্লা। মামলায় বলা হয়, রাত একটার দিকে নূর মোহাম্মদ সদরঘাটের একটা কক্ষে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. পাবেল মিয়া আদালতে এক প্রতিবেদন দিয়ে বলেন, নূর মোহাম্মদ ওই শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, সে জন্য নূর মোহাম্মদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
১৪ ডিসেম্বর শনিবার পুলিশ আসামি নূর মোহাম্মাদের পাঁচ দিন রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিন মঞ্জুর করেন।