লক্ষ্মীপুরের রামগঞ্জে পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আশারকোটা গ্রামের আলার বাড়ী থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে ওই শিক্ষার্থী স্থানীয় দোকান থেকে কেনাকাটা শেষে বাড়ী ফিরছিল। পথে আলার বাড়ির সামনে পৌঁছলে বৃদ্ধ ছফিউল্যাহ ওই শিক্ষার্থীকে তার বাড়িতে ডেকে নেয়।

পরে মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা অনুযায়ী আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সূত্র

মন্তব্য করুন