সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের শ্রী শ্রী দুর্গামাতা ও কালীমাতার নামে ৮০ বিঘা দেবোত্তর সম্পত্তি একটি সন্ত্রাসীচক্র ভুয়া পত্তনি ও জাল দলিলের মাধ্যমে দখলের চেষ্টা করছে। উক্ত ৮০ বিঘা জমির ফসল সন্ত্রাসীরা কেটে নিয়ে যাওয়ায় পোতাজিয়া ঘোষবাড়ির দূর্গাপূজা, কালী পূজাসহ বন্ধ হয়ে গেছে সকল বাৎসরিক পূজা ও উৎসব। দেবোত্তর সম্পত্তি উদ্ধারে আইনের আশ্রয় নেওয়ায় সন্ত্রাসীচক্র প্রাণনাশের হুমকি দিচ্ছে মন্দিরের সেবাইত বিবেকানন্দ ঘোষ কনককে। ফলে পরিবারের ৩৫ জন নারী, পুরুষ ও শিশু সদস্যসহ তিনি পালিয়ে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তরে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঐতিহ্যবাহী পোতাজিয়া দূর্গামাতা এবং কালী মন্দিরের সেবাইত বিবেকানন্দ ঘোষ কনক জানান, পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিলচান্দক গ্রামের রাজ্জাক, রিজিয়া, আফজাল, শামছুল আলম সরকার, মন্তাজ মোল্লা, শাজাহান, নাজিমউদ্দিন, এলাহী সরকার, আব্দুল খালেক, আজিজুল হক ও রমজান আলী ভুয়া ও জাল দলিলের মাধ্যমে মন্দিরের ৮০ বিঘা জমি গ্রাস করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছে। তিনি জানান, বিলচান্দক গ্রামের সন্ত্রাসী হাতেম সম্প্রতি বাদী হয়ে মন্দিরের ৪ জন সেবাইতসহ মোট ১৯ জনকে আসামি করে ফরিদপুর থানায় একটি মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করে পুলিশ দিয়ে তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। সেবাইত বিবেকানন্দ ঘোষ কনক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই বলে আবেদন করেন যে, উক্ত দেবোত্তর সম্পত্তি যেন সন্ত্রাসী-কুচক্রী মহলের গ্রাসে পতিত না হয় এবং এই সম্পত্তির সেবাইত ও বর্গাদারগণ যেন সন্ত্রাসীদের দ্বারা নিগৃহীত না হয়। তিনি আশা করেন, পোতাজিয়া ঘোষ পরিবারকে রক্ষায় সরকার সচেষ্ট হবেন।
ভোরের কাগজ, ৬ মে ২০০২