সেনাবাহিনীর ব্রিফিংস্থলের কাছে দুই দফায় বোমা বিস্ফোরণ, নিহত ৬, আহত ৫০ জন। নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য, আহতদের মধ্যে ২ সেনা সদস্য রয়েছেন। বোমা হামলায় র্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর আহত হয়ে ৩০ মার্চ মারা যান। এছাড়া ঘটনাস্থল হতে অবিস্ফোরিত একটি মোটর সাইকেল উদ্ধার। গতকাল (২৪শে মার্চ) থেকে সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ পুলিশ ও সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এছাড়া অভিযান পরিচালনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হোন ১ এলাকাবাসী। জঙ্গি বিরোধী অভিযানে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী সিলেটে রকেট লঞ্চার ব্যবহার করেছে। এর আগে মর্টার ব্যবহার করা হয় ১৯৮৯ সালে পীর মতিউরের আস্তানার দখল নিতে।সেনা বাহিনী কর্তৃক পরিচালিত “অপারেশন টোয়ালাইট”-এ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা মঈনুল ইসলাম ওরফে মুসাসহ এক নারী ও দুই জেএমবি সদস্য নিহত হয়।