দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধে মৃতদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে কথিত শহীদ উল্লেখ করার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সম্পাদক অঞ্জন রায়।
এ কারণে ১৪ ডিসেম্বর শনিবার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জিডিতে অঞ্জন রায় উল্লেখ করেছেন, ‘আমি গত বৃহস্পতিবার (১২/১২/২০১৯) আমার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধে মৃতদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে (শহীদ) হিসেবে উল্লেখ করার প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেই। এরপর থেকে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীসহ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সরাসরি আমাকে হুমকি দিয়ে চলেছে।’
‘‘এই পরিস্থিতিতে আমি দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, জামায়াতের সেক্রেটারি ড. শফিকুর রহমান, জামায়াতের আমীর মকবুল আহমেদ, ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন, ছাত্রশিবিরের সম্পাদক সিরাজুল ইসলামকে হুমকির কারণ মনে করছি।’’
বিষয়টি নিয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, সাংবাদিক অঞ্জন রায় ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি ( নং-৮৯৫) করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।
নির্বাচন কমিশন থেকে নিবন্ধন হারানো রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে সুপরিচিত দৈনিক সংগ্রাম প্রথম পাতায় শুক্রবার প্রকাশিত ‘শহীদ কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘‘আজ ১২ ডিসেম্বর শহীদ কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী। ২০১৩ সালের এই দিনে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করে সরকার। জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, মানবাধিকার সংগঠনের অনুরোধ উপেক্ষা করেই ফাঁসি কার্যকর করা হয়।’’
ওই প্রতিবেদন প্রকাশের পর জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলে বিস্তর সমালোচনা। এই প্রতিবেদনকে ধৃষ্টতা বলেও আখ্যায়িত করেছেন অনেকে।