বরিশালের চারদলীয় জোটের উগ্রসমর্থকরা সহিংসতা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে সংখ্যালঘুদের ওপর অসংখ্য আক্রমণ হয়েছে। বিএনপি’র দায়িত্বশীল নেতারা এটা পছন্দ না করলেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শহরে ভাটিখানার সাহাপাড়া, বাজার রোড, কাউনিয়ায় সন্ত্রাসীরা সংখ্যালঘু পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। কাঠপট্টির এক সংখ্যালঘু ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীরা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। হাসপাতাল রোডে কয়েকটি সংখ্যালঘু পরিবারের বাসাবাড়িতে আক্রমণ হয়েছে। নাজির মহল্লায় এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে আহত করা হয়। শহরের বাজার রোড, চকবাজারে সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা প্রতিনিয়ত চাঁদা দাবি করছে। শহরের বাইরে ভোলা, গৌরনদী, উজিরপুর এলাকায় নির্বাচনের কারণে অনেকেই বরিশাল শহরে চলে এসেছেন। কিন্তু এখানেও একই অবস্থা। দ্রুত বড় ধরনের কোনও অঘটনের আগেই পুলিশ প্রশাসনের তদারকি প্রয়োজন।

দৈনিক মাতৃভূমি, ৮ অক্টোবর ২০০১

মন্তব্য করুন