জঙ্গি আস্তানা সন্দেহে সাভারের আশুলিয়ায় ঘিরে রাখা বাড়ি থেকে এক নারী জঙ্গিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার সন্ধ্যা থেকে আশুলিয়ার গোকুলনগর বাজার সংলগ্ন প্রবাসী আক্তার হোসেনের দুইতলা বাড়ি ঘিরে রাখে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। রাত ৭টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

আটককৃত ওই নারীর নাম শায়েলা শারমিন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ রব্বানির স্ত্রী।

পুলিশ জানিয়েছে, তানভীরই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত।

জানা গেছে, ১ বছর ধরে দুই তলা ওই বাড়িটি নির্মাণ করা হয়। জানুয়ারির প্রথম দিকে এক দম্পতি বাড়িটি ভাড়া নিয়েছেন।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু  বলেন, জঙ্গি সন্দেহে বিকাল থেকে ওই বাড়িটিতে অভিযান পরিচালনা করা হয়। এখন পর্যন্ত শায়েলা শারমিন নামে এক নারীকে আটক করা হয়েছে। এছাড়া বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো অভিযান চলছে। পরে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে ওসি রিজাউল হক দিপু।

যুগান্তর

মন্তব্য করুন