খতমে নবুয়ত আকিদা যারা স্বীকার করে না তারা মুসলমান নয় বলে মন্তব্য করেছেন উগ্রপন্থী হেফাজতে ইসলামের উপদেষ্টা ও কথিত খতমে নবুওয়ত বাংলাদেশের পৃষ্ঠপোষক  মুহিববুল্লাহ বাবুনগরী। আহমদিয়া জামাত সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে সে।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) খিলগাঁও জাগরণী মাঠে খতমে নবুওয়ত ঢাকা মহানগর আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী, কেয়ামত পর্যন্ত আর কোনও নবীর আগমন হবে না। এটাই মুসলমানদের ঈমান।

খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি নুরুল ইসলাম বলেন, আহমদিয়া জামাত সম্প্রদায় এদেশে থাকতে পারে, কিন্তু মুসলমান পরিচয়ে নয়। হিন্দু-খৃস্টানরা যেমন অমুসলিম পরিচয়ে বসবাস করছে, তারও তেমন অমুসলিম পরিচয়ে থাকতে পারে। মুসলিম নাম নিয়ে তাদের থাকতে দেওয়া হবে না। তাদের উপাসনালয়কে মসজিদ পরিচয় দেয়া যাবে না। ইসলামের নামে রচিত তাদের সকল ধর্মগ্রন্থ নিষিদ্ধ করতে হবে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন