নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর এলাকায় একটি শ্মশান কালি ও শিব মন্দিরের তালা কেটে কালি, শিবসহ ৭টি মূর্তি ভাংচুরের অভিযোগ করা হয়েছে। ৪ আগষ্ট (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার শ্মশান কালি ও শিব মন্দিরে ঘটেছে।

 

বুধবার (৫ আগস্ট) আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মন্দিরের সাধারন সম্পাদক লোকনাথ বর্মন জানান, ৫ আগষ্ট বুধবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে মন্দিরের নিত্য পুজারী সাধনা রানী বর্মন মূর্তি ভাঙ্গা দেখতে পেয়ে তাকে ঘটনাটি জানান।

পরে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে যান। তারা দেখতে পান মন্দির সংলগ্ন মেঘনার শাখা নদী সংলগ্ন ঘাটলার লোহার গেইটের তালা ভাঙ্গা,কালি ও শিব মন্দিরের কলাপসিবল গেইটের ও মন্দিরের কাঠের দরজার তালা ভাঙ্গা। দুটি মন্দিরের ভিতরে একটি কালি মূর্তি,২টি শিব মূর্তি,১টি কৃষ্ণ মূর্তি,১টি রাধা মূর্তি,১টি গৌরাঙ্গ মূর্তি,১টি নিত্যানন্দ মূর্তি ও ১টি ঘোড়া মূর্তি ভাংচুর করা। পরে স্থানীয় হিন্দু সম্প্রদায় ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, ওসি নজরুল ইসলামকে জানান।

লাইভ নারায়ণগঞ্জ

মন্তব্য করুন