সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম নিয়ে কথিত কটূক্তির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদ ফেরদৌস শাওনকে এবার হয়রানিমূলক শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

 

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশ জানান, বিষয়টি নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে নোটিশে।

তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে নোটিশের জবাব দিতে হবে। এছাড়া বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রহিমা নাসরিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের শিক্ষক ড. নাজমুল কায়েস এবং আইন বিভাগের শিক্ষক সুপ্রভাত হালদার।কমিটির সদস্যরা আগামী সাত কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্তমূলক প্রতিবেদন ও সুপারিশমালা তৈরি করবেন।

উল্লেখ্য, ১৮ নভেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে উগ্রপন্থী একটি চক্র সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শাওনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে।

শাওনের বিরুদ্ধে অভিযোগ, ১৬ নভেম্বর সোমবার রাতে তার ফেসবুক আইডি থেকে মুসলিম বিবাহের মোহরানা এবং বাঙালি মুসলিম নারীদের নিয়ে কটাক্ষ করেছেন।

ক্যাম্পাস লাইভ

মন্তব্য করুন