এক পিতা ৯৯৯-এ কল করে তার ছেলেকে ধর্ষণের অভিযোগ দিয়েছিলেন এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে নয়টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ একজন কলার কক্সবাজার সদর থানার মুক্তা বিল্ডিং, কুরুষ্কুল আশ্রয়ণ প্রকল্প থেকে ফোন করে জানান, তার দশ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলেকে মাদরাসার এক শিক্ষক তিন দিন ধরে আটকে রেখে ধর্ষণ করেছে। এ জন্য তিনি দ্রুত পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।
৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে কক্সবাজার সদর থানার থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে কক্সবাজার সদর থানার থানার এস আই আতিকুজ্জমান ৯৯৯-এ ফোন করে জানান, তারা ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। এবং ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক মো. ওসমান গণিকে (২৩) আটক করে থানায় নিয়ে গেছেন। পরে থানায় এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে।