নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

 

৩০ আগস্ট সোমবার রাতে ওই ছাত্রীর নানি বাদী হয়ে কলমাকান্দা থানায় এই মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তি উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিলুড়া গ্রামের ছয় সন্তানের জনক মো. ফিরোজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট রাতে ফিরোজ মিয়া ওই স্কুলছাত্রীর বাড়িতে যান। ঘরে লোকজন না থাকার সুযোগে ফিরোজ ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে ফিরোজ পালিয়ে যান। পরে ওই স্কুলছাত্রী বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় সোমবার রাতে কলমাকান্দা থানায় একটি মামলা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালের কণ্ঠ

মন্তব্য করুন