কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোসলখানায় ঢুকে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম নামের (২৩) এক যুবককে আটক করেছে পুলিশ। ২৫ মে মঙ্গলবার বিকেলে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শফিকুলকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান। শফিকুল চরপাড়া গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই ছাত্রীকে রাস্তাঘাটে প্রায়ই উত্ত্যক্ত করতো শফিকুল ইসলাম। বিষয়টি শফিকুলের বাবা-মাকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আজ মঙ্গলবার দুপুরে বাড়ির গোসলখানায় গোসল করছিল ওই ছাত্রী। এ সময় কৌশলে সেখানে ঢুকে ওই ছাত্রীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে শফিকুল। তার চিৎকারে বাড়ির লোকজন এসে শফিকুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এ কে এম লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষী সাব্যস্ত হওয়ায় শফিকুল ইসলামকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হুদাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীকে গোসলখানায় ঢুকে ধর্ষণ চেষ্টার অভিযোগটি প্রমাণিত হওয়ায় ওই যুবককে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কালের কণ্ঠ

মন্তব্য করুন