কুমিল্লার দেবিদ্বারে স্টুডিও ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল হত্যা মামলায় ফিরোজ মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নাসরিন জাহান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিরোজ মিয়া উপজেলার বাউরা গ্রামের মৃত শব্দর আলীর ছেলে। নিহত নারায়ণ চন্দ্র পাল একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত সুরেশ চন্দ্র পালের ছেলে।

আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর বাজারে স্টুডিও ব্যবসায় বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সুমা ডিজিটাল স্টুডিওয়ের মালিক নারায়ণ চন্দ্র পালকে রাতে স্টুডিয়ের ভেতরে হাত পা বেঁধে ছুরিকাঘাতে খুন করেন ফিরোজ সরকার। পরদিন এ ঘটনায় নিহতের ভাই দুলাল চন্দ্র পাল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে দেবিদ্বার থানার এস.আই রোকেয়া খান ২০১৪ সালের ১০ নভেম্বর আদালতে ফিরোজ সরকারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি এডভোকেট নূরুল ইসলাম জানান, মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে আদালত হত্যার দায়ে মামলার একমাত্র আসামি ফিরোজ সরকারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট জয়দেব চন্দ্র সাহা ও এডভোকেট মো. ইলিয়াছ মিন্টু।

সমকাল

মন্তব্য করুন