কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান হুব্বা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, তিনি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। এ সময় ৮০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। তিনি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ছোট ওয়্যারলেস এলাকার সিরাজ মালিথার ছেলে।
এসআই মনির হোসেন জানান, মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়ায় একদল মাদক ব্যবসায়ী অস্ত্র-মাদকসহ অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’পাশ থেকে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রঃ সমকাল