ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রেমিকের সঙ্গে রাতে ঘুরতে বেরিয়ে ১৭ বছর বয়সী এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। ৭ জুলাই মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানার পর সারারাত অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, ভিকটিম মেয়েটির পিতা-মাতা নেই। গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তিনি কেরানীগঞ্জে বাসা ভাড়া নিয়ে একা থাকেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই তরুণী তার প্রেমিকার সঙ্গে চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় ঘুরতে বের হন।

এ সময় স্থানীয় কয়েক বখাটে কিশোর তাদের আটক করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এরপর প্রেমিককে আটকে রেখে তরুণীকে ঝিলমিল আবাসন প্রজেক্টে চন্ডিতলা মন্দিরের পাশের নির্জন ঝোঁপের মধ্যে নিয়ে ৪ বখাটে তাকে ধর্ষণ করে। এরপর তারা মেয়েটিকে ফেলে পালিয়ে যায়।

সেখান থেকে মেয়েটি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এসে অভিযোগ করলে সারারাত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ ধর্ষক অনিক, হৃদয়, আশিকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে একটি মামলা করেছেন।

যুগান্তর

মন্তব্য করুন