নির্বাচনের পর তেঘুরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় মেম্বার সাত্তারের নেতৃত্বে হুদা, ঝালা, বাবইল্লা, নাসু, আলতু, সেলিম ও মিন্টু এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। এদের অধিকাংশই বিভিন্ন ডাকাতি মামলার আসামি। নির্বাচনে বিজয় উল্লাসের নামে সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে তারা তরুণীদের গায়ে রং ছিটিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী এ প্রতিবেদককে জানান, বাঘৈরের এক ব্রাক্ষণের মেয়েকে জোরপূর্বক ধরে নিয়ে সারারাত নৌকায় নাচিয়েছে। যার ফলে এলাকার সংখ্যালঘুরা (বিশেষ করে তরুণী ও গৃহবধূরা) রাজেন্দ্রপুর এলাকা ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে গেছে। যুবদল নামধারী এই সন্ত্রাসীরা রাজেন্দ্রপুর বাজারে এক ভিডিওর দোকানের মালিককে মারধর করে তার দোকানে তালা মেরে দিয়েছে। অন্যদিকে কালিন্দী ইউনিয়নের বাগনায়ও সংখ্যালঘুদের ওপর খুব চাপ আসছে নৌকায় ভোট দিয়েছে বিধায়। তাছাড়া নগর, সাকতী, কলাতিয়া, রুহিতপুর ও হযরতপুর ইউনিয়নেও সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ হয়ে পড়েছে সংখ্যালঘুরা।

ভোরের কাগজ, ১২ অক্টোবর ২০০১

মন্তব্য করুন