মোংলায় প্রতিবন্ধী এক তরুণীকে (১৯) ধর্ষণের ঘটনায় এক মাস ৫ দিন পর মোংলা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক নয়ন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) গভীর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২০ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ১৪ ফেব্রয়ারি বেলা সাড়ে ১১টায় উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় গ্রেফতার নয়নের বাড়িতে এ ঘটনা ঘটে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘শুক্রবার রাতে এক প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই নয়ন মণ্ডলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এক মাস আগের ঘটনা হলেও অভিযোগ পেয়ে মামলা গ্রহণ ও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।’