গোপালগঞ্জে কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের গুজব রটিয়ে হিন্দু যুবককে হয়রানি ও গ্রেফতারের অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। 

 

আটক যুবকের নাম অঞ্জন বিশ্বাস। সে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের বৌলতলী গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে। বৌলতলী বাজারে কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করে এই যুবক।

কাবা শরীফের ওপরে শিবের মূর্তি ও শিব লিঙ্গের ছবি দিয়ে অঞ্জনের ফেসবুক আইডি স্টাটাস দিয়ে ইসলামের অবমাননা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে তাঁর বিরুদ্ধে ধর্মান্ধ মুসলমানদের উস্কানো হয়। এক পর্যায়ে বৌলতলী বাজারে ২০০ থেকে ৩০০ লোক জড়ো হয় এবং অঞ্জনকে খোজাঁখুজি করে। পরবর্তীতে পুলিশ এসে অঞ্জনকে গ্রেফতার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ সানোয়ার হোসেন বলেন, অঞ্জন আমাদের হেফজতে আছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনার পর এলাকা শান্ত আছে ।

কালের কণ্ঠ

মন্তব্য করুন