গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদর থেকে ৮ এপ্রিল সোমবার বিকেলে মতিয়ার মুন্সি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের অন্যতম শীর্ষ নেতা মুফতি হান্নানের ছোট ভাই বলে পুলিশ দাবি করেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ও বিভিন্ন জঙ্গি কাজকর্মে সংশ্লিষ্টতার সন্দেহে পুলিশ তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছে। কোটালীপাড়া থানায় তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। রাতে তাঁকে প্রয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হবে বলে তিনি জানান।

প্রথম আলো

 

মন্তব্য করুন