চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ অক্টোবর সোমবার বিকেলে কামরুল ইসলাম (২৮) নামের ওই মাদ্রাসা শিক্ষককে গোবিন্দরখীলের তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল ইসলাম পটিয়া পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের আল্লাই মোহম্মদীয়া মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি পিরোজপুরের জিয়া নগরে।
নির্যাতনের শিকার ছাত্রটির বাবা বলেন, গত রবিবার রাত ৮টার দিকে পটিয়া স্টেশন থেকে আমির ভান্ডার এলাকায় বাসায় আসার পথে মাদ্রাসা শিক্ষক কামরুল আমার ছেলে ফুসলিয়ে তার বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করে। পরে তাকে পিঁয়াজু কিনে দিয়ে কাউকে না জানানোর জন্য বলে। কিন্তু রাতে বাসায় এসে ছেলে তার মাকে বিষয়টি জানায়। সোমবার ওই মাদ্রাসা শিক্ষককের বাসায় তালা ঝুলিয়ে পুলিশকে খবর দেয়া হয়।
পটিয়া থানার এসআই বোরহান উদ্দিন মজুমদার জানান, মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের ঘটনায় গোবিন্দরখীল থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনাটির বিষয়টি স্বীকার করেছে।