চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ সংগঠন ‘নব্য জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

 

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে সোমবার ভোররাতে আবদুল কাইয়ুম (২৩) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। কাইয়ুম পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে।

তাকে গ্রেপ্তারের পর লোহাগাড়া থানায় হস্তান্তর করে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আদালতে হাজির করানোর পর কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক নিজাম উদ্দিন বলেন, “কাইয়ুম নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সাথে যুক্ত বলে আমাদের কাছে তথ্য আছে।

“গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, জিহাদি বই ও প্রচারপত্র জব্দ করা হয়েছে।” তিনি বলেন, কাইয়ুমের সঙ্গে আরও কয়েকজন ছিল, তবে তারা পালিয়ে যান।

কাইয়ুমকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের জন্য হেফাজতে আনতে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, অ্যান্টি টেররিজম ইউনিটের ঢাকা থেকে আসা একটি দল কাইয়ুমকে গ্রেপ্তার করে।

মামলায় কাইয়ুম ছাড়াও আকিব ও জহির উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন