চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পাঁচ দিন আগে সাতকানিয়ায় একটি খুনের ঘটনায় আসামি ছিলেন।

 

শুক্রবার গভীর রাতে উপজেলার দক্ষিণ রূপকানিয়া গ্রামের হাজীপাড়া কোতোয়ালী দীঘির পাড়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুল হান্নান সোহেল (৩২) বারদোনা এলাকার বাসিন্দা এবং তিনি একজন পেশাদার মাদক বিক্রেতা বলে দাবি করেছে পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবির জানান, গত শুক্রবার রাতে কোতোয়ালী দীঘির পাড়ে হান্নান ও তার সহযোগীরা মাদক সেবন করছিল। সেখানে পুলিশ গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

তিনি বলেন, দুইপক্ষের গোলাগুলির পর হান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হান্নানের মাদক বিক্রির প্রতিবাদ করায় গত ২২ জুন সন্ধ্যায় সাতকানিয়ার বারদোনা আদর্শ পাড়ায় ছুরিকাঘাতে মো. মোসাদ্দেক (৩৫) নামে এক যুবককে খুন করা হয়। খুন হওয়া মোসাদ্দেক এলাকায় মাদক বিক্রির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

দেশ রূপান্তর

মন্তব্য করুন