চাঁদপুরে এক বছর ধরে ধর্ষণের শিকার হয়ে আসছেন এক নারী। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তের মাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
চাঁদপুর শহরের অদূরে ওয়্যারলেস এলাকায় এক বছর ধরে এক নারীকে ধর্ষণ করেছে আমজাদ মাহমুদ নিলয় নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র। ধর্ষণের বিষয়টি একাধিকবার ছেলের মা-বাবাকে জানিয়েও কোনো প্রতিকার পাননি ওই নারী। উলটো মারধরের শিকার হয়েছেন তিনি। এ ব্যাপারে নিলয় ও তার বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলে নিলয় ও তার বাবা আব্দুল মাজেদ পালিয়ে যান। পরে নিলয়ের মা শাহনাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। নিলয়দের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চরশফী গ্রামে। চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকার ভাড়া বাসায় থাকেন চাঁদপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২-এ কর্মরত আব্দুল মাজেদ ও শাহনাজ বেগম দম্পতি।