বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকদের নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান বেঞ্জামিন এ গিলম্যান। গত শনিবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে পাঠানো এক চিঠিতে গিলম্যান এ উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে গিলম্যান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের সাম্প্রতিক কিছু রিপোর্টের বিষয়ে উদ্বেগ জানাতে আমি আপনাকে লিখছি। ‘বাংলাদেশী হিন্দুস অফ আমেরিকার’ আহ্বায়ক মি. বিদ্যুৎ কে সরকার অক্টোবরের প্রথম দিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের কিছু মারাত্মক রিপোর্ট সম্পর্কে আমার কার্যালয়কে অবহিত করেন। ঐ সব রিপোর্টে বলা হয়েছে ৪০ জন হিন্দুকে হত্যা, শত শত হিন্দু নারীকে ধর্ষণ, সহস্রাধিককে আহত, হাজার হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং আনুমানিক এক লাখ হিন্দুকে গৃহচ্যুত করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রায় ২ কোটি সংখ্যালঘু মানুষকে আক্ষরিক অর্থেই জিম্মি করে রাখা হয়। গিলম্যান এ জাতীয় মারাত্মক অভিযোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খালেদার উদ্দেশে বলেন, ‘ আমি মি. সরকার ও আমনেস্টি ইন্টারন্যাশনালের কাছ থেকে পাওয়া রিপোর্টগুলো আপনার পর্যালোচনার জন্য সংযুক্ত করে দিচ্ছি। আপনি বিষয়টি দেখলে খুশি হবো এবং আপনার কাছ থেকে এ বিষয়ে জবাব আশা করছি।
ভোরের কাগজ, ১৪ জানুয়ারি ২০০২