টাঙ্গাইলের কালিহাতীতে আবারও কালীমন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) ভোরে উপজেলার বাংড়া যুগীবাড়ী কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার (১৩ নভেম্বর ) রাতে কালিহাতী পৌরসভার সিলিমপুর উত্তর সেনবাড়ী সার্বজনীন কালীমন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।

কালিহাতীতে আবারও প্রতিমা ভাংচুর

ছবিঃ ইত্তেফাক 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ দত্ত মানু জানান, পূজা মন্দিরে থাকা পাঁচটি প্রতিমা ভেঙ্গে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাজ্জাদ হোসেনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত আলী বলেন, দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হচ্ছে। তবে জনগণকে সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, দুটি ঘটনাই দুঃখজনক। কালিহাতী থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সন্দেহভাজনদের নজরে রেখেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ইত্তেফাক

মন্তব্য করুন