টাঙ্গাইলের মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।১৮ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
এলাকার লোকজন হাতেনাতে ধরে সোহেল নামে ওই দুর্বৃত্তকে পুলিশে সোপর্দ করেছে।জানা গেছে, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের কার্তিক চন্দ্র রায়ের বাড়ির জগন্নাথ মন্দিরে দুর্গাপূজা করার আয়োজন করা হয়েছে। এর মধ্যে দুর্গা প্রতিমা বানানোর কাজ শেষ করা হয়েছে। এদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাগজান গ্রামের নান্নু মিয়ার ছেলে সোহেল (২০) কার্তিক রায়ের বাড়িতে দুর্গামণ্ডপে ঢুকে দুর্গা, লক্ষ্মী ও কার্তিক প্রতিমা ভাঙচুর করে পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে দৌড়ে সোহেলকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে আটক করেন।