নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট। তার নাম জাহিদুল ইসলাম জাহিদ। ১২ জানুয়ারি মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে উগ্রবাদী প্রচারণায় ব্যবহৃত দুটি মোবাইল এবং বেশকিছু উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার আনসার আল ইসলামের সদস্য ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে অনলাইনে জঙ্গি কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছিল। এছাড়া দেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলো। জঙ্গি জাহিদ সংগঠনের সদস্যপদ গ্রহণ, সমর্থনসহ বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইলে মামলা হয়েছে।