কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার এক রোহিঙ্গা দম্পতি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

 

লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহতরা হলেন- দীন মোহাম্মদ (৩২) এবং তার স্ত্রী জাহেদা (২৭)। তারা রোহিঙ্গা শিবিরের সি ব্লকের বাসিন্দা ছিলেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের ভাষ্য, ২২ সেপ্টেম্বর শনিবার দুপুরে মাদক চোরাচালানের অভিযোগে ওই রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী শনিবার দিবাগত রাত ১টার দিকে লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় তাদের সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল।

ওসির দাবি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলি করতে করতে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দীন মোহাম্মদ ও জাহেদাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পরে তাদের টেকনাফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ইউএনবি

মন্তব্য করুন