কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ ২ মানব পাচারকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ পুলিশ সদস্য।

শনিবার দিবাগত রাতে সাবরাং কাটাবুনিয়া নৌকা ঘাটে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২টি এলজি বন্দুক, ১১ রাউন্ড কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো, টেকনাফ সদরের নাইটং পাড়ার রোহিঙ্গা পাচার মামলার আসামি মো. রুবেল এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ওমর ফারুক।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রোহিঙ্গা পাচার মামলার আসামি রুবেল ও ফারুক সাবরাং কাটাবুনিয়া নৌকা ঘাটে অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে পুলিশের এস আই নুরুল ইসলাম, কনস্টেবল শামীম রেজা ও কনস্টেবল মহিউদ্দিন আহত হয়।

পরে ঘটনাস্থলে তল্লাশি করে ২টি এলজি, ১১ রাউন্ড কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসাসহ ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দু’টি জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চ্যানেল আই

মন্তব্য করুন