ঠাকুরগাঁও সদর উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে এক কন্যাশিশুকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

 

রবিবার (১৮ এপ্রিল) সদর থানায় শিশুটির মা বাদী হয়ে একই গ্রামের জহিরুলকে (৩৫) আসামি মামলা দায়ের করলে ঐদিন রাতেই তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত শনিবার জহিরুল চকলেটের লোভ দেখিয়ে ওই শিশুকে বাড়ির পাশ্ববর্তী একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে, কিন্তু আশেপাশে লোকজনের আনাগোনা দেখে ভয় পেয়ে ১০ টাকা হাতে দিয়ে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু এক প্রতিবেশী ওই দিন জহিরুলের সাথে ভুক্তভোগী শিশুটিকে ভুট্টাক্ষেত থেকে বের হতে দেখে। বিষয়টি তিনি শিশুটির মাকে জানান। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদে সে তাকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করে। পরে এলাকার লোকজনসহ অভিযুক্ত জহিরুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে জহিরুলের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন