কক্সবাজারের কাটা পাহাড় এলাকা থেকে ঢাকার শীর্ষ দুই মাদক বিক্রেতা শুক্কুর আলী ও বাবু আহম্মেদ রাজ ওরফে রাজা বাবুর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।

সোমবার সকালে কক্সবাজার শহরের পাশে উত্তরন আবাসিক এলাকার কাটা পাহাড়ের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এই সময় ঘটনাস্থল থেকে ৪০০ ইয়াবা, এলজি ও কার্তুজ উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানিয়েছেন, সকালে কাটা পাহাড় এলাকায় দুটি গুলিবিদ্ধ মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ, ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করে।

ওসি জানান, মরদেহের পকেটে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহত শুক্কুর আলী ঢাকা শহরের শীর্ষ মাদক বিক্রেতা। তিনি ক্ষিলক্ষেত, কুড়িল ও বিমানবন্দর এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

নিহত আরেক ইয়াবা বিক্রেতা বাবু আহম্মেদ রাজ রাজধানীর সবুজবাগ থানার শান্তিবাগ এলাকার বাসিন্দার। রাজা বাবু নামে তিনি পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ৭টি মামলা রয়েছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিবর্তন

মন্তব্য করুন