জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য বলেছেন, আমাকে অব্যাহতিদান তত্ত্বাবধায়ক সরকারের সাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ। তিনি সোমবার টেলিফোনে ইউএনবিকে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। ইউএনবি।
অধ্যাপক ভট্টাচার্য বলেন, আমি সংখ্যালঘু সমাজের একজন প্রতিনিধি। সাম্প্রতিককালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ঘটেনি, যার জন্য আমাকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দিতে হবে। আমাকে সরানোর বিষয়টি মৌলবাদী শক্তির প্রতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নগ্ন পৃষ্ঠপোষকতার অংশ।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রুলস অফ বিজনেস অনুযায়ী সরকারপ্রধানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; কিন্তু প্রধান উপদেষ্টা হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যার দায়িত্ব নির্বাচন তদারকি করা। অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য বলেন, বিচারপতি লতিফুর রহমান তত্ত্বধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষা মন্ত্রণালয় যেসব আদেশ জারি করেছে, সেগুলোর অধিকাংশই অবৈধ।
সংবাদ, ১১ সেপ্টেম্বর ২০০১
কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন