নওগাঁর মহাদেবপুর উপজেলার কুঞ্জবন দারুল উলুম কওমি মাদ্রাসার ফাকা মাঠ থেকে রাব্বী হোসেন(১০) নামে এক ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রাব্বী উপজেলার নাটশাল গ্রামের রমজান আলীর ছেলে ও কুঞ্জবন দারুল উলুম কওমি মাদ্রাসা এবং এতিমখানার ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
স্বজনদের বরাত দিয়ে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, রাব্বী বুধবার রাতে (৫ জানুয়ারি) নিজের বাড়িতে ভাত খেয়ে মাদ্রাসায় যায়। সকালে ওই মাদ্রাসার ফাঁকা মাঠে রাব্বীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।