নওগাঁর পত্মীতলায় গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ‘শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী’ নিহত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার ভোররাতে উপজেলার শিহারা ইউনিয়নের লোদিপুর খাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মেহেদী হাসান (৩৫) নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের বাসিন্দা গফুর ওরফে ভোলার ছেলে।

পুলিশের দাবি, মেহেদী হাসান একজন শীর্ষ মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সম্পর্কিত কমপক্ষে ১৭টি মামলা রয়েছে।

নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল লোদিপুর খাড়ির ব্রিজ এলাকায় যায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মেহেদী হাসান। তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়।

বন্দুকযুদ্ধের সময় আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফেরদৌসসহ তিন পুলিশ সদস্যকে পত্মীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত মেহেদী হাসানের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান আবদুল মান্নান মিয়া।

ইউএনবি

মন্তব্য করুন