নওগাঁর আত্রাই উপজেলা সদরে বৈশাখী মেলায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ১০ জন আহত হয়েছে। আহত লোকজনের মধ্যে জাতোপাড়া গ্রামের সজল (১৮) ও সিরাজ (২২) এবং জয়সারা গ্রামের রাজুকে (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে বৈশাখী মেলায় শেষ দিনে মঞ্চের সামনে ১৬ এপ্রিল মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৈশাখী মেলায় ঢাকা থেকে আসা কণ্ঠশিল্পী রিংকুর গান গাওয়ার কথা ছিল। তিনি মেলায় আসেন। কিন্তু মঞ্চে ওঠার আগেই মঞ্চের সামনে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরী কুবি  জানান, বিস্ফোরণের পর লোকজনের ছোটাছুটির সময় পদদলিত হয়ে ও স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

নওগাঁর পুলিশ সুপার মো. কাইয়ুমুজ্জামান খান ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করেছেন।

প্রথম আলো

মন্তব্য করুন