গত সোমবার রাতের আঁধারে সন্ত্রাসীদের দেওয়া আগুনে নরসিংদীর দুর্গম চরাঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। এ সময় মোট পাঁচটি ঘরে আগুন দেওয়া হলে স্থানীয় জনগণ দুটি ঘরের আগুন নেভাতে সক্ষম হয়। বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা এই আগুন দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার রায়পুরা উপজেলার মেঘনা তীরবর্তী চরআড়ালিয়া ইউনিয়নের রাজনগর গ্রামে। পুড়ে যাওয়া ঘরগুলোর মালিক মৎস্য ব্যবসায়ী নিতাই দাস, বিনোদ দাস ও সুভাষ দাস। রাতে ঘটনাটি ঘটলেও রায়পুরা থানা, নরসিংদীর পুলিস সুপার এবং সাংবাদিকদের কাছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ খবর পৌঁছে। খবর পাওয়ার পর স্থানীয় থানা পুলিস এবং নরসিংদীর এএসপি (সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থলে যান। এ ব্যপারে রাতে পুলিশ সুপার মোখলেছুর রহমান প্রথম আলোকে জানান, ঘটনাটি খুবই স্পর্শকাতর। খবর পাওয়ার পরপরই এএসপিকে (সার্কেল) সেখানে পাঠানো হয়েছে। দুর্গম চরাঞ্চল থেকে ফিরে না এলে বিস্তারিত কিছু জানানো যাবে না। এদিকে ঘটনার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে এসে মৎস্য ব্যবসায়ী নিতাই দাস সাংবাদিকদের জানান, বিএনপি নেতা ও চরআড়ালিয়ার সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জাজুর নিয়োগ করা বিএনপি সমর্থক সন্ত্রাসী বাহিনীই তাদের ঘরে আগুন দিয়েছে। গত প্রায় ১৫ দিন আগে এই সন্ত্রাসীরাই বাড়ি থেকে জোরপূর্বক তাকে তুলে নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দেওয়ার প্রতিশ্রুতিতে তিনি ছাড়া পেয়েছিলেন। কিন্তু চাঁদা না দিয়ে এলাকা থেকে পালিয়ে আসায় সন্ত্রাসীরা তার পরিবারকে নানা হুমকি দিচ্ছিল। তার অভিযোগ, এই হুমকির সঙ্গে আগুনের সূত্রপাত রয়েছে। আগুনে তিনটি ঘরের সব আসবাবপত্রই ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি। গতকাল সন্ধ্যায় ঘটনাটি পুলিশকে জানান চরআড়ালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাজি নূরুল ইসলাম। তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অগ্নিকাণ্ড এলাকা তিনি পরিদর্শন করে এসেছেন। কারা ঘরে আগুন দিয়েছে তার প্রত্যক্ষদর্শী নেই। তবে এলাকার মৎস্য ব্যবসায়ী সংখ্যালঘুদের কাছ থেকে সন্ত্রাসীরা বিভিন্ন সময়ই চাঁদা নেয় বলে তিনিও অভিযোগ পেয়েছেন। তিনি জানান, সংসদ নির্বাচনের পরপরও সেখানে সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের বেশ কয়েকটি বাড়িতে বিএনপি সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

প্রথম আলো, ১৩ মার্চ ২০০২

মন্তব্য করুন