নাটোরের শংকরভাগের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লী থেকে এক আদিবাসী কিশোরী মেয়েকে অপহরণ করার অভিযোগ ওঠেছে।

 

২৩ জুলাই শুক্রবার রাতে পার্শ্ববর্তী পাইকরদোল গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ডালিম ও তার সহযোগীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এ ঘটনায় আজ শনিবার সকালে নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কিশোরীর বাবা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডালিম অনেকদিন থেকে মেয়েটিকে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে গত শুক্রবার রাতে বাড়ি থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বেরোলে তার তিন সহযোগীসহ মেয়েটিকে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নাটোর হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সরকার অভিযোগ করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগীয় যুব মহাজোটের সাংগঠনিক সম্পাদক লিটন কুমার সরকার, নাটোর যুব মহাজোটের নির্বাহী সভাপতি সুজিত ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন কুমার নাগ, কোষাধ্যক্ষ বিনোদবিহারীসহ আরো অনেকে। তারা ২৪ ঘণ্টার মধ্যে মেয়েটিকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘খবর পাওয়ার পরেই আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছি। দ্রুত আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমরা মেয়েটিকে উদ্ধার করতে পারবো বলে আশা প্রকাশ করছি।’

কালের কণ্ঠ

মন্তব্য করুন