নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে তোফায়েল আহমেদ আলমাছের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

 

অভিযোগ রয়েছে, হামলা চালিয়ে সাংবাদিকদের জিম্মি করে সন্ত্রাসীরা। পরে পুলিশি তৎপরতায় অস্ত্রধারীদের হাত থেকে রক্ষা পান সাংবাদিকরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো– উপজেলার দড়িকান্দি এলাকার দিলীপ ও সরকারপাড়া এলাকার সিব্বির।

অভিযোগ রয়েছে, বিভিন্ন হত্যাকাণ্ডসহ নানা অপরাধের সংবাদ প্রকাশ করায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের প্রতি দীর্ঘদিন থেকে ক্ষুব্ধ ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ। তিনি বিভিন্ন সময় স্থানীয় সাংবাদিকদের হুমকি দিয়ে আসছিলেন। তারাই ধারাবাহিকতায় গতকাল হামলা চালানো হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে আলমাছ বাহিনীর সন্ত্রাসী সাদ্দাম, তাহের, সুমন, দিলীপ, সিব্বিরসহ অন্তত ২০-২৫ জন অবস্থান নেয়। এরপর সাংবাদিকদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। দুপুর ১টার দিকে আলমাছ চেয়ারম্যানের নেতৃত্বে প্রেস ক্লাব কার্যালয়ে হামলা চালায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আলমাছ সটকে পড়ে। পরে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে হামলার ঘটনায় তাৎক্ষণিক রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম বলেন, ‘কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।’

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে।’

নারায়ণগঞ্জ জেলা (গ-সার্কেল) সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন, প্রেস ক্লাবে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। সন্ত্রাসীদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দেশ রূপান্তর

মন্তব্য করুন