নির্বাচনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর নির্যাতনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ উদ্বেগ প্রকাশ করেছে। সংঘের পক্ষ থেকে বলা হয়, এ মুহূর্তে দেশের সাধারণ মানুষ বিশেষত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অত্যন্ত উৎকন্ঠা, উদ্বেগ ও বিভীষিকার মধ্যে দিয়ে বিপন্ন অবস্থায় কালাতিপাত করছে। সাধারন নির্বাচনের পূর্ব থেকেই তাঁরা যে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিলেন বর্তমান নির্বাচন পরবর্তী সময়ে সেই নির্যাতন বহুমাত্রিক রূপ নিয়েছে। স্রেফ ভিন্ন ধর্মাবলম্বী হবার কারনে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ভয়-ভীতি দেখানো, দেশ ছাড়ার হুমকি, দোকান ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাংচুর,বসতবাটিতে অগ্নিসংযোগ, মন্দির-দুর্গা প্রতিমা ভাংচুর, লুটপাট, হত্যা, গুম এবং নারীদের শালীনতাহানির মতো জঘন্য অপরাধ নির্বিচারে ঘটে চলেছে।

দৈনিক জনকণ্ঠ, ৮ অক্টোবর ২০০১

মন্তব্য করুন