বঙ্গবন্ধু পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, পহেলা অক্টোবরের কারচুপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে দেশব্যাপী এক ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি কে.এম. সোবহান ও সাধারণ সম্পাদক এস. এ মালেক শ্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ করে সুপরিকল্পিতভাবে যেখানেই সংখ্যালঘুদের বাস সেখানেই ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ, নারী নির্যাতন ও হত্যাকাণ্ড সংঘটিত করা হচ্ছে। খুলনা বিভাগের বিস্তির্ণ এলাকায় চলছে এক অমানবিক তাণ্ডবলীলা। ভোট দেয়ার কারণে এভাবে মানুষ আর কখনও বিপন্ন হয়নি। চারদলীয় জোট বিজয়ী হওয়ার পর থেকেই এসব মানবতাবিরোধী তৎপরতা শুরু হয়েছে।

দৈনিক জনকন্ঠ, ৮ অক্টোবর ২০০১

মন্তব্য করুন