সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সম্পর্কে কথিত কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নিখোঁজ শিক্ষার্থী তিথি সরকারকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সিআইডি।

 

১১ নভেম্বর বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে নিশ্চিত করেন সিআইডির এএসপি (মিডিয়া) জিসানুল হক।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ৫ নভেম্বর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

মামলায় অভিযোগে করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথি সরকার গত ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে নিজের ফেসবুক পেজ থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তি করেছেন।

যমুনা টিভি নিউজ

মন্তব্য করুন